নতুন এ বেতন কাঠামো অনুযায়ী, ‘এ’ গ্রেডে থাকা তিন নারী ক্রিকেটারের বেতন বাড়ছে ৪০ হাজার টাকা। নতুন কাঠামোতে তাদের বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে পূর্বের বেতন ছিল ১ লাখ টাকা। তাদের বেতন বাড়ছে আরও ৩৫ হাজার টাকা।
আরও পড়ুন:
দেশের নারী ক্রিকেটে ‘সি’ ক্যাটাগরিতে নতুন বেতন ৯৫ হাজার টাকা আর ‘ডি’ ক্যাটাগরিতে এখন থেকে বেতন ৮০ হাজার টাকা।
এছাড়া অধিনায়কের জন্য অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়কের জন্য থাকছে ২০ হাজার টাকা। আর কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে নতুন জাতীয় দলে যুক্ত হলে ক্রিকেটাররা পাবেন ৬০ হাজার টাকা।




