ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ধানের শীষের প্রার্থী যারা

সিলেটে ধানের শীষের প্রার্থীরা
সিলেটে ধানের শীষের প্রার্থীরা | ছবি: এখন টিভি
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।

আরও পড়ুন:

সিলেটের ৪টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা হলেন- সিলেট-১ (সদর ও দক্ষিণ সুরমা) খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) তাহসিনা রুশদির লুনা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এমএ মালেক, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে এই দুটি আসনে পরে প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছে। দলের স্থানীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা শেষে এই দুই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এফএস