বিএনপির সঙ্গে জোটের বিষয়ে নাসীরুদ্দীন জানান, এনসিপি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। ‘আমরা একদলের কাছে সংসদ কুক্ষিগত করতে দিতে চাই না। আগামীতে বিএনপি ও জামায়াতের পাশাপাশি শাপলা কলিও মাঠে থাকবে,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন:
ইসির প্রতি আস্থা-অনাস্থার বিষয়ে পাটওয়ারী বলেন, ‘আমরা শাপলা কলি নিচ্ছি। তবে ইসির অনেক বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ লক্ষ্য করছি। আমরা বিএনপির চাঁদাবাজির অংশ হতে চাই না। সবমিলিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির অংশ হতে চাই না। যাকিছু হোক না কেন আমরা ইলেকশনে যেতে চাই। কেননা নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। গণভোট বিষয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন পেছাতে পারে। গণভোট আগে কিংবা নির্বাচনের দিন যখনই হোক, এনসিপি তা সুষ্ঠু হওয়া চায়।’
বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।





