ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে। নিয়মিত মৌসুমে ২৪ গোল করা ফরোয়ার্ড ভুল করেননি পেনাল্টি কাজে লাগাতে। প্রথমার্ধের ৪৫ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে পা বাড়িয়ে বল জালে পাঠান জশ বাউয়ার। ম্যাচের ৯০ মিনিটে ফাঁকা জায়গা পেয়ে চকিতে দারুণ শটে গোল করেন মেসি। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল।
আরও পড়ুন:
প্লেঅফের প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ে আগামী শনিবার তৃতীয় প্লেঅফে হবে ভাগ্য নির্ধারিত হবে দুই দলের। গত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ার পরও প্লেঅফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে মায়ামি। ২০২১ সালের পর ন্যাশভিলও প্লেঅফের প্রথম রাউন্ড উতরাতে পারেনি।





