মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির কাছে মায়ামির হার
ইন্টার মায়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচে জয় ছিল না ন্যাশভিল এসসির। সেই ধারা পেছনে ফেলে এবার মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডে মায়ামিকে ২-১ গোলে হারালো তারা। ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।