প্রিমিয়ার লিগে লিভারপুল-আর্সেনালের জয়, হোঁচট খেয়েছে ম্যানচেস্টার

0

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে দুই হেভি-ওয়েট ক্লাব লিভারপুল এবং আর্সেনাল। আর টানা তিন জয়ের পর হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল (শনিবার, ১ নভেম্বর) রাতে অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে আর্নে স্লটের দল।

টানা হারের বৃত্তে থাকা লিভারপুল ঘরের মাঠে জয় পেয়েছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ভিলা গোলরক্ষক এমি মার্তিনেজের ভুল পাস থেকে বক্সে ফাঁকায় বল পান সালাহ। সেখান থেকেই দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুন:

আর ম্যাচের ৫৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পাস থেকে জোরালো শটে দলের জয় নিশ্চিত করেন রায়ান গ্রাভেনবাখ। এর আগে বার্নলির বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্সেনাল। প্রথমার্ধের ১৪ মিনিটে ভিক্টর ইয়োকেরেশ এবং ৩৫ মিনিটে ডেক্লান রাইসের গোলে জয় পেয়ে যায় গানার্সরা।

রাতের আরেক ম্যাচে অবশ্য নটিংহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ক্যাসেমিরোর গোল লিড পেলেও বিরতির পর তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে রেড ডেভিলরা। ম্যাচের ৮১ মিনিটে আমাদ দিয়ালো গোল করলে ম্যাচ ড্র-তে শেষ হয়।

ইএ