ইনু–হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

হাসানুল হক ইনু; ট্রাইব্যুনাল
হাসানুল হক ইনু; ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ (০২ নভেম্বর, রোববার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেবেন।

ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় হত্যা ও নির্দেশদাতা হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।

এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশও আজ হবে।

চারজনই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করেছে।

এছাড়া, ঢাকার চানখারপুলে ছয়জন হত্যার মামলার ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ। এখন পর্যন্ত এই মামলায় ২০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এনএইচ