ঘটনাস্থল পরিদর্শনের পর দেশটির স্বরাষ্ট্র সচিব জানান, দুর্যোগ কবলিত এলাকা থেকে ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিখোঁজ ৩০ জনকে উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের উঁচু জায়গা ও ভূমিধস কবলিত অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।
আরও পড়ুন:
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী ও পুলিশের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরাও সহায়তা করছে।
গেল কয়েক বছরে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় প্রাণ গেছে কয়েকশ মানুষের। এর পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।





