ভারত সফরে যাচ্ছে নারী দল; খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ ও ভারত দলের অধিনায়ক
বাংলাদেশ ও ভারত দলের অধিনায়ক | ছবি: সংগৃহীত
0

সাদা বলে দুই ফরম্যাটে সিরিজ খেলতে ভারত যাবে নিগার সুলতানা জ্যোতির দল। আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

এরইমধ্যে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সূচি চূড়ান্ত করার আলোচনা চলছে। কলকাতা ও কটকে হতে পারে ম্যাচ। ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আগামী ৮ নভেম্বর থেকে নারী জাতীয় ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে বিকেএসপিতে।

আরও পড়ুন:

তবে ফিটনেসের কারণে লিগে খেলছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারকেও দেয়া হয়েছে বিশ্রাম। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে ভারতীয় পুরুষ দলের সম্ভাব্য সফর স্থগিত থাকলেও, নারী দলের সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে।

এফএস