বরগুনায় বেড়েছে ইলিশের দাম, বাজার মনিটরিং না থাকার অভিযোগ ক্রেতাদের

ইলিশ মাছ
ইলিশ মাছ | ছবি: সংগৃহীত
0

বাজারে সামুদ্রিক মাছ না আসায় বরগুনায় বেড়েছে রুপালি ইলিশের দাম। ব্যবসায়ীরা বলছেন, সামুদ্রিক ইলিশ না আসা পর্যন্ত ইলিশের দাম কোনোভাবেই কমবে না। এদিকে ক্রেতাদের অভিযোগ নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ইলিশের এমন চড়া দাম।

গত পাঁচ দিন আগের তুলনায় বিষখালি ও পায়রা নদীর ইলিশের দাম বেড়েছে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে ৩০০ থেকে সাড়ে ৩০০ গ্রামের ইলিশের প্রতি কেজি ১১০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের দাম ২০০০ থেকে ২২০০ টাকা। এক কেজির ওপরে ইলিশের দাম ২৫০০ থেকে ২৮০০ টাকা। এছাড়া অন্যান্য সব ধরনের মাছের দাম ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে।

আরও পড়ুন:

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বহু জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও সমুদ্র উত্তাল থাকায় ফিরে এসেছেন। ফলে ইলিশের সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি। জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে তাদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ।

ইএ