বরিশালে ইলিশের দাম ক্রেতার নাগালের বাইরে

ইলিশের ছবি
ইলিশের ছবি | ছবি: বিবিসি
0

বরিশালে ইলিশের দাম কমেনি, উল্টো অন্যান্য মাছের দামও বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সকালে বরিশালের পোর্ট রোড ইলিশের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের আমদানি তুলনামূলক কম এবং বাজারে আসা মাছের আকারও ছোট। বিক্রেতাদের দাবি, বাজারে ওঠা ইলিশের প্রায় ৮০ ভাগই ছোট আকারের।

আরও পড়ুন:

পাইকারি বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ১২৫ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা, আর ১২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭৫০ টাকায়।

বিক্রেতারা বলছেন, নদীতে ইলিশ ধরা কম হওয়ায় সরবরাহও কমেছে, ফলে দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, দাম এখন আর সাধারণ মানুষের নাগালে নেই, ফলে পছন্দের মাছ কিনে খাওয়া কঠিন হয়ে পড়েছে।

এসএইচ