মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

জোসেফ মার্টিনেজ
জোসেফ মার্টিনেজ | ছবি: সংগৃহীত
0

ইন্টার মিলানের গোলকিপার জোসেফ মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৮১ বছরের এক বৃদ্ধ। ইতালির কোমো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সড়কে নেমে পড়ার পর দুর্ঘটনা এড়াতে তিনি হুইল চেয়ারের দিক পরিবর্তন করতে চেয়েছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

ইন্টার মিলান গোলকিপার জোসেফের গাড়ির সাথে ধাক্কা খান ৮১ বছর বয়সী হুইলচেয়ার আরোহী এক বৃদ্ধ। পুলিশের তদন্তে দেখা যায় বৃদ্ধ লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইকেলের লেইন থেকে আচমকা যে লেইনে মার্টিনেজ গাড়ি চালাচ্ছিলেন সেই লেইনে প্রবেশ করেন। স্প্যানিশ গোলকিপার ও আশেপাশের মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসেন।

আরও পড়ুন:

অ্যাম্বুলেন্স এসে পৌঁছালেও গাড়িতে তোলার আগে তার মৃত্যু ঘটে। আকস্মিক এই ঘটনায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েন মার্টিনেজ। এ মৃত্যুকে সম্মান জানাতে ইন্টার তাদের কোচের প্রেস কনফারেন্স স্থগিত করে।

ইএ