বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে বেরোবিতে শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইলো না। ২০০৮ সালের প্রতিষ্ঠার পর ১৬ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় আইনের ছাত্রসংসদের বিধানযুক্ত না থাকায় অনুষ্ঠিত হয়নি ছাত্রসংসদ নির্বাচন।
অবশ্য ৫ আগস্টে পট পরিবর্তনের পর কয়েক দফায় আন্দোলন এবং সবশেষ আমরণ অনশন করেছে আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে মোট ২২টি বিভাগ রয়েছে প্রায় আট হাজার শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা গ্রহণ করছে। উত্তরের বৃহৎ এ বিদ্যায়তনে রয়েছে শ্রেণিকক্ষ সংকট, গবেষণার অপ্রতুলতা ও আবাসন সমস্যা।
শিক্ষার্থী সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীদের দাবি আদায় সহজ হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।





