বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রাঙ্গণে একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
ধূমপান ছাড়াও হলে মাদক সেবনও নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন।
আরও পড়ুন:
হল প্রশাসন জানিয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
এ সিদ্ধান্ত হলের সব শিক্ষার্থীর জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।





