এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, জ্যামাইকার স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আঘাত হানতে পারে ক্যাটাগরি ৫ মাত্রার হ্যারিকেন ‘মেলিসা’।
বর্তমানে ২৩৩ কিলোমিটার বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থান করা হারিকেনটি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে জ্যামাইকার উত্তর-পশ্চিম অংশের দিকে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন:
প্রাণঘাতী ঝড়টি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অনত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে, পূর্বাভাস অনুযায়ী জ্যামাইকার পর কিউবার উপকূলে আঘাত হানবে মেলিসা। এ কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার।





