মাহমুদুর রহমানকে অনুষ্ঠানে একজন প্রশ্ন করেন, শেখ হাসিনা দেশের রাজনীতিতে ফিরে আসবেন কি না। উত্তরে তিনি বলেন, ‘আপা (শেখ হাসিনা) যেদিন দেশ থেকে পালিয়ে গেছেন, ওইদিনই তার পিরিয়ড শেষ হয়ে গেছে। আপার আর ফিরে আসার সম্ভাবনা নেই। যদি কেউ এরকম স্বপ্ন দেখেন, তাহলে এ স্বপ্ন ভুলে যান আপনারা।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আপা আর এ দেশে ফিরে আসতে পারবেন না। আপার পলিটিক্যাল ডেড, রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। রাজনৈতিক মৃত্যু হয়ে গেলে কোনো নেতা আর কোনোদিন ফিরে আসতে পারেন না। রাজনৈতিক মৃত্যু না হলে তিনি হয়তো ফিরে আসতে পারতেন। তিনি যদি পালিয়ে না যেতেন, এখানে জেলে যেতেন, বিচারের মুখোমুখি হতেন— হয়তোবা কোনো না কোনো সময় তার আবার ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু যখন তিনি তস্করের (লক্ষ্মণ সেন) মতো প্রভুর দেশে পালিয়ে গেছেন, তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’
এসময় অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোও ‘বিপ্লব বোঝে না’ বলে মন্তব্য করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।
মাহমুদুর রহমান বলেন, ‘এ সরকার যে বিপ্লবের সরকার, সেটা তারা বোঝে না। তারা নিজেদের বলে অন্তর্বর্তী সরকার। সুতরাং বিপ্লব এ সরকারও বোঝে না, রাজনৈতিক দলগুলোও না। কাজেই বিপ্লব চলমান আছে। এ বিপ্লব সম্পন্ন করতে হলে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, তাদের আচরণ দেখে আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেন বিপ্লবকে সম্পন্ন করা যায়।’
এর আগে, বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা। এর পর একটি র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বরিশাল প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





