টেকনাফে পাহাড়ি আস্তানা থেকে ২২ জন উদ্ধার; মুক্তিপণের জন্য আটকে রেখেছিল মানবপাচারকারীরা

র‌্যাবের লোগো
র‌্যাবের লোগো | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচিপাড়ার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মানবপাচারকারীদের হাত থেকে ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব। আজ (সোমবার, ২৭ অক্টোবর) তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, গতকাল (রোববার, ২৬ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় মুক্তিপণের জন্য অপহরণ ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা এক বাংলাদেশিসহ ২১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে ভিকটিমদের বর্ণনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন:

র‌্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, অপহৃত মোবারক (১৭) নামের এক বাংলাদেশিকে গত ১৩ অক্টোবর কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় চক্রটি। পরে তাকে হাতিয়ারঘোনার পাহাড়ি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে মোবারকসহ আরও কয়েকজনকে মারধর করা হয়, এমনকি সিগারেটের আগুনে পুড়িয়ে ও প্লায়ার্স দিয়ে নখ উপড়ে নির্যাতন চালানো হয়।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এসএইচ