ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়লো বিক্ষোভকারীরা

ভৈরবে জেলা ঘোষণার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ
ভৈরবে জেলা ঘোষণার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে যাত্রীবাহী ট্রেনে মুহুর্মুহু পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ (সোমবার, ২৭ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব রেলস্টেশনে লাল কাপড় নিয়ে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভৈরবকে জেলা করার দাবিতে গতকাল (রোববার, ২৬ অক্টোবর) থেকে তিন দিনের কর্মসূচি পালন করছিল স্থানীয় বাসিন্দাদের ব্যানারে। কর্মসূচির দ্বিতীয় দিন আজ সকাল ১০টায় ভৈরব রেলস্টেশনে লাল কাপড় নিয়ে জড়ো হয় বিক্ষোভকারীরা।

আজ দুপুর পৌনে ১২টায় সেখানে আটকে থাকা উপকূল ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করতে চাইলে বিক্ষোভকারীরা ট্রেনে এলোপাথাড়ি ইট-পাথর মারতে শুরু করেন।

আরও পড়ুন:

স্থানীয় সাংবাদিক নুর মোহাম্মদ জানান, ট্রেনের দুই যাত্রীসহ বেশ কয়েকজন পাথরের আঘাতে আহত হন। পরে ভৈরব রেলওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর উপকূল এক্সপ্রেস নামের ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। রেলপথ অবরোধ কর্মসূচির কারণে ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।

ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার দাবিতে ১০টা ২৫ মিনিট থেকে রেল অবরোধ করে রেখেছিল স্থানীয়রা। পরে পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফায় আলোচনার পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

এসএইচ