সকালে জিইসির বৈঠকে যোগ দিতে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আসেন দুই দেশের প্রতিনিধিদল। সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত চলা এ রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের অর্থ বাণিজ্য সম্পর্কিত ২৯ কর্মকর্তা যোগ দেন।
আরও পড়ুন:
বাংলাদেশ পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, অপরদিকে পাকিস্তান পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। টানা ২ ঘণ্টা বৈঠক শেষে বিএসটিআই এবং পাকিস্তানের হালাল খাদ্য সংস্থার মধ্যে হালাল খাদ্য বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দুদেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে। এই বৈঠকে দুই দেশের জনগনের সম্পর্কের উন্নয়ন হবে। কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।’
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, ‘বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি করার ব্যাপারে আগাচ্ছে পাকিস্তান। আমরা সহযোগিতা করতে চাই। দুদেশ ট্রেড ভলিউম বাড়ানো, জুট, কৃষি সহযোগিতা, ওষুধ শিল্পে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’
এ সময় সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে জানান তারা।





