ঘূর্ণিঝড় মন্থা: কয়েক জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট

ঘূর্ণিঝড়ের প্রতীকী ছবি
ঘূর্ণিঝড়ের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ভারতের অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা (Montha)। মঙ্গলবার সকাল নাগাদ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। সেসময় ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। এরইমধ্যে ওডিশার বেশ কয়েকটির জেলায় জারি হয়েছে অরেঞ্জ এলার্ট।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। যা আঘাত হানতে যাচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিমের তিন রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে।

রোববার সন্ধ্যায় নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার সকাল নাগাদ উপকূলে আঘাত হানতে পারে তা। সেসময় ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। মন্থার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে ওডিশায় দক্ষিণের জেলাগুলো।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান সম্পর্কে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৬৫০ কিলোমিটার পশ্চিমে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে রয়েছে।

এছাড়াও পূর্বাভাস রয়েছে, ঘূর্ণিঝড় মন্থার (Cyclone ‘Montha’) প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এরইমধ্যে ওডিশার মালকাগিরি, কোরাপুট, কালাহান্দি, রায়াগাদাসহ বেশ কয়েকটি জেলায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়াও নোয়াপাড়া, বালাগির, পুরিতে জারি রয়েছে ইয়োলো অ্যালার্ট।

ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করা হয়েছে থাইল্যান্ড থেকে। স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় মন্থা সিভিয়ার সাইক্লোন হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ অবস্থান লাইভ দেখুন

ইএ