সাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘মন্থা’

ঘূর্ণিঝড়ের প্রতীকী ছবি
ঘূর্ণিঝড়ের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে আজ (রোববার, ২৬ অক্টোবর) সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’ (Montha)— যা প্রস্তাব করেছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে (Special bulletin from the Meteorological Department) বলা হয়েছে, রোববার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেসময় এটি ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৪০ কিলোমিটার দক্ষিণে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে।

স্যাটেলাইট থেকে নেয়া ঘূর্ণিঝড়ের ছবি |ছবি: সংগৃহীত

বুলেটিনে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে গভীর নিম্নচাপের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মূলত ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। (Deep Depression Turns into Cyclone ‘Montha’: Bangladesh & Indian Coast Weather Update)

ঘূর্ণিঝড়ের গতিপথ |ছবি: সংগৃহীত

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি (Cyclone ‘Montha’) গত ৬ ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এরপর এটি ক্রমে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার সকাল নাগাদ ভারতের উপকূলের দিকে অগ্রসর হবে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আঘাত হানতে পারে। তখন বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক সংস্থা এসকাপ (ESCAP) বঙ্গোপসাগর ও আরব সাগরের ঘূর্ণিঝড়গুলোর নাম নির্ধারণ করে। ১৩টি দেশের প্রস্তাবিত নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নাম বেছে নেয়া হয়। চলতি মাসের শুরুতে সৃষ্টি হওয়া ‘শক্তি’ নামের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল শ্রীলঙ্কা।

ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ অবস্থান লাইভ দেখুন

এসএইচ