শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নবীনগর উপজেলা সদরের পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মুকুল নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন মুকুল। পথিমধ্যে পদ্মপাড়া এলাকায় বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুইটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। পরে গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এসে মুকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
আরও পড়ুন:
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, কারা কী উদ্দেশে মুকুলকে গুলি করেছে তা স্পষ্ট নয়। পুলিশ এরইমধ্যে ঘটনার তদন্তে নেমেছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।





