এক বছর পর ছোট ফরম্যাটের দলে বাবর

বাবর আজম
বাবর আজম | ছবি: সংগৃহীত
0

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ত্রিদেশিয় টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। প্রায় এক বছর পর ক্রিকেটের ছোট ফরম্যাটের জন্য দলে ফিরেছেন বাবর আজম। সবশেষ এ প্রোটিয়াদের বিপক্ষে ২০২৪ সালে সেঞ্চুরিয়ানে খেলেন বাবর।

এদিকে এশিয়া কাপে চোটের কারণে দলের বাইরে থাকা নাসিম শাহর নাম আছে ঘোষিত দলে। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক। তিনি সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে নেন ২০ উইকেট। তবে মূল দলের পরিবর্তে রিজার্ভ হিসেবে থাকবেন ফখর জামান ও হারিস রউফ। 

আরও পড়ুন:

রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ যথাক্রমে ২৮,৩১ অক্টোবর ও ১ নভেম্বর। একই ভেন্যুতে ১৭ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে ত্রিদেশিয় টুর্নামেন্ট। 

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলও ঘোষণা করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। তার পরিবর্তে নতুন অধিনায়ক হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

এসএইচ