৬ বলে দরকার ১১ রান। তাতেও দুই ওয়াইড আর নো বলের সুবাদে বাড়তি বল পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সুপার ওভারে আকিল হোসেনের কাছে হারলেন বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশ তুললো ৯ রান। আধুনিক ক্রিকেটে এসে এমন এক পরাজয় আবারো প্রশ্ন তুলেছে বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে।
সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ম্যাচ শেষে জানালেন সুপার ওভারে বোলিং আর ব্যাটিং দুই জায়গাতেই ভুল করেছে বাংলাদেশ। সুযোগ হারিয়েছে হেলায়।
বাংলাদেশ সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘ক্যাপটেন্সি খারাপ বলবো, কারণ চার-পাঁচজন মিলে সিদ্ধান্ত নেয়। সৌম্যর জায়গায় রিশাদকে ট্রাই করতাম আমি।’
সাবেক অধিনায়ক রকিবুল ইসলামও ভুল দেখছেন মিরাজের অধিনায়কত্ব নিয়ে। সঙ্গে দায় দিয়েছেন বাংলাদেশের ফিল্ডিংকেও।
আরও পড়ুন:
বাংলাদেশ সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান বলেন, ‘উইকেট গত ম্যাচের কাছাকাছিই ছিলো তবে একটু হয়তো বেটার ছিলো। ক্যাপটেনন্সি ঠিকই ছিলো।’
জাভেদ ওমর বেলিমের মত চাইলেই সুপার ওভারের জটিলতা এড়াতে পারতো বাংলাদেশ। আর সেই না পারার গল্পেও মিরাজের বোলিং রোটেশনের ব্যর্থতাই চোখে পড়ছে তার।
জাভেদ ওমর বেলিম আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সুযোগ করে দিয়েছিলো। সাত উইকেট পরার পর ম্যাচ জেতার কথা। এদের যত কম বল দেবেন এরা ততোই অ্যাফেক্টিভ হবে। দায়িত্ব দিলে ডিফিক্যাল্ট হবে।’
ভক্ত আর দুই সাবেকের চোখে ম্যাচ হারের পর কাঠগড়ায় মেহেদি হাসান মিরাজ। তবে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ট্রফি ঘরেই রাখবে এমন বিশ্বাস তাদের।





