মঙ্গলবার, হোয়াইট হাউজে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপন করেন ট্রাম্প। এসময়, উৎসবটি উপলক্ষে ভারতীয় জনগণকে শুভেচ্ছা জানান ট্রাম্প। পাশাপাশি মোদিকে ভালো বন্ধু আখ্যা দিয়ে বাণিজ্য ও আঞ্চলিক শান্তিতে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের কথা তুলে ধরেন ট্রাম্প।
দাবি করেন, তার সঙ্গে বাণিজ্য বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে মোদির। তবে এ বিষয়ে এখনও সপষ্টভাবে কিছু জানায়নি নয়াদিল্লি। এর আগেও মোদির সঙ্গে বাণিজ্য ইস্যুতে আলোচনার দাবি করেছিলেন ট্রাম্প। পরে তা অস্বীকার করে মোদি প্রশাসন। গত আগস্টে রাশিয়ার থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক জারি করে ট্রাম্প প্রশাসন।





