গতকাল (রোববার, ১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল সিটি নামের হাসপাতালটির নিচ তলায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, হঠাৎ করে বিকট শব্দে আগুন জ্বলে ওঠে ভবনটিতে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে ধারনা করছে তারা। তবে কারণ জানতে তদন্ত চলছে। আগুনে হাসপাতালের নিচতলা সম্পূর্ণ পুড়ে গেছে।





