‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক স্লোগানে কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়ার আখড়াবাড়িতে চলা তিনদিনব্যাপী জাতীয় লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মূল মঞ্চের আলোচনা সভায় ভিডিও বার্তায় দেশের সবচেয়ে বড় বাউল উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ফরিদা আখতার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান ও বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
আরও পড়ুন:
এসময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্যান্য দিবসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অতীতে কোনো সরকার “লালনের তিরোধান” দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি। অথচ দার্শনিক ও মানবতার দিক দিয়ে উচ্চ মূল্য রয়েছে লালনের বাণীর। তাই সরকার এ দিবসকে জাতীয়করণ করেছে।’
তিনি বলেন, ‘লালনকে আর্ন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে এটার দরকার আছে।’
যে সরকারই আসুক, তারা লালনের গানও সংরক্ষণ করবে বলে আশাও প্রকাশ করেন উপদেষ্টা ফরিদা আখতার। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লালন তত্ত্ব নিয়ে আলোচনা করেন আর্ন্তজাতিক খ্যাতিসস্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বিশিষ্ট চিন্তক ও গবেষক ফরহাদ মাজহার।
পরে আলোচনা শেষে মূল মঞ্চে লালনের গান (বাণী) দেশ-বিদেশের লালন সংগীত শিল্পীদের পরিবেশনা হয়েছে, যা রাতভর চলেছে।





