জর্ডানের বিপক্ষে ১-১ ড্র দিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু জর্ডানকে ৬-১ গোলে উড়িয়ে মূল পর্বের পথে এক পা দিয়ে রেখেছিল চাইনিজ তাইপে। বাংলাদেশের বিপক্ষেও দারুণ শুরু পায় তারা। ষষ্ঠ মিনিটে বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে সুরভী রানী ফাউল করলে পেনাল্টি পায় চাইনিজ তাইপে।
আরও পড়ুন:
সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন উ-কাই জুয়ান। ৩৪তম মিনিটে ফ্রি কিকে গোলমুখ থেকে টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ঝং ইয়ুনকিয়ান। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ইয়াং ই-আইয়ের প্লেসিং শটে বল জালে জড়ালে ৩ গোলের লিড পায় তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের আরও দুই গোল করে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চাইনিজ-তাইপে।





