হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
0

স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল (শুক্রবার, ১৭ অক্টোবর) রাত ১১টায় বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসভবনে রওনা দেন।

পুলিশের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় গুলশানের ফিরোজায় পৌঁছান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর চিকিৎসকের পরামর্শে বাসায় এসেছেন।

খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএস