উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা জেলা দল ও গোপালগঞ্জ জেলা দল। এবারের টুর্নামেন্টে দেশি ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে মোট ছয়টি জেলার দল (সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোর) অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। সভাপতিত্ব করেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, তুফান কোম্পানির পরিচালক ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামানসহ দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠক ও অতিথিবৃন্দ।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা ও ধারাভাষ্য করেন মো. আরিফ শাহাদাত আরমান। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে উচ্ছ্বাস ও করতালিতে।
আয়োজকরা জানান, রাগবি খেলাকে সারাদেশে জনপ্রিয় করে তোলা এবং তরুণ খেলোয়াড়দের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।





