জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে এসেছেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা | ছবি: এখন টিভি
0

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৩ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

স্বাক্ষর অনুষ্ঠানে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত রয়েছেন। অন্যদিকে অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকা সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এর আগে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘আমরা ঐতিহাসিক জুলাই মাসের সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে। তবে, সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি এরইমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরও পড়ুন:

আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে অংশ নেবে না বলে জানিয়েছে।

এদিকে বিভিন্ন পক্ষের দাবি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন করা হয়েছে। এতে জুলাই যোদ্ধাদের দাবি বাস্তবায়ন হয়েছে বলে মনে করছে ঐকমত্য কমিশন।

দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের ‘জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধা’ পরিচয় দেয়া ব্যক্তিরা। তারা গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন। আজ সকালে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেন।

এএইচ