শেরপুরে এইচএসসিতে পাশের হার ৪৮.৬৯ শতাংশ

শেরপুর সরকারি কলেজ
শেরপুর সরকারি কলেজ | ছবি: এখন টিভি
0

সারা দেশের মতো শেরপুরেও প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলায় এইচএসসিতে এবার পাশের হার ৪৮.৬৯ শতাংশ এবং জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী।

জানা যায়, চলতি বছর এইচএসসি পরীক্ষায় জেলার ৩১টি কলেজ থেকে নয়টি পরীক্ষা কেন্দ্রে আট হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী চার হাজার ৩৪ জন এবং মেয়ে শিক্ষার্থী চার হাজার ৭০৭ জন।

তাদের মধ্যে মোট পাস করেছে ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ছেলে শিক্ষার্থী এক হাজার ৬৪৬ জন এবং মেয়ে দুই হাজার ৬১০ জন।

আরও পড়ুন:

মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এছাড়া জেলায় পাসের হারে শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। এ কলেজে পাসের হার ৭৩.৯৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী।

এ ব্যাপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, ‘এবছর শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।’

এসএস