আসাদুজ্জামান আরও বলেন, ‘দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে এর মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে, যার সুফলও পাওয়া যাচ্ছে।’
শহিদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।’
আরও পড়ুন:
এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন।





