চট্টগ্রামে ছুরিকাঘাত: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, ছড়িয়েছে সিসিটিভি ফুটেজ

ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অভি দাশ নামের এক ছাত্রদল নেতা নিহতের পর গুরুতর আহত আরেক ছাত্রদল কর্মী তানিমও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকালে তিনি মারা যান। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে দলীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অভিবাসীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ছাত্রদল নেতা অভি দাশকে মৃত ঘোষণা করেন।

আহত তানিমকে দ্রুত আইসিইউতে নেয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তানিমও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন:

এ ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তর্কবিতর্কের একপর্যায়ে অভি এক যুবককে চড় মারেন। কিছুক্ষণের মধ্যে ফুলের দোকানে থেকে ছুরি নিয়ে প্রথমে তানিমকে এবং পরে উদ্ধারে এগিয়ে গেলে অভিকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মো. আফসার উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তবে সে হামলাকারী নয় ভিকটিম বলে দাবি করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, সুদীপ্ত মহাজন নামে ছাত্রলীগের এক যুবক অভি দাশের নামে চাঁদাবাজি করতো।

এ বিষয়ে জানতে তাকে ডাকা হলে সে অভিকে ছুরিকাঘাত করে। প্রশাসনকে তদন্ত করে খুনিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

সেজু