তিন দিন ধরে সব শ্রেণিকক্ষ বন্ধ, বন্ধ রয়েছে পাঠদান ক্লাস পরীক্ষাও। শিক্ষকদের একাংশ ঢাকায় আন্দোলনে থাকলেও বাকিরা শিক্ষক মিলনায়তনে আন্দোলন কর্মসূচি পালন করছেন।
এসময় আন্দোলনরত শিক্ষকরা জানান, বর্তমানে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, চিকিৎসা স্বাস্থ্যসহ অর্থনৈতিক জীবন যাপনে চরম বৈষম্যের শিকার হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। এতে করে ক্লাসরুমে শিক্ষার্থীদের সঠিক পাঠদান থেকে শুরু করে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন:
শিক্ষকরা আরও জানান, যেখানে দেশের মানুষ গড়ার কারিগররা একটি ন্যায্য দাবিতে ঢাকায় আন্দোলন করছে, সেখানে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এসময় ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত, কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষকরা।





