চীনে ‘কৃত্রিম সূর্যের’ প্লাজমা নিয়ন্ত্রণে নতুন এআই প্রযুক্তি

চীনের নতুন এআই প্রযুক্তি
চীনের নতুন এআই প্রযুক্তি | ছবি: সংগৃহীত
0

চীনা বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি ‘কৃত্রিম সূর্যের’ প্লাজমা নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে টেকসই ফিউশন শক্তি উৎপাদনের সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে গেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিজ্ঞান পত্রিকা কমিউনিকেশনস ফিজিক্স-এ। খবর সিএমজি বাংলা।

ফিউশন শক্তি হচ্ছে চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানি, যা সূর্যের মতো প্রক্রিয়ায় দুটি পরমাণুকে মিলিয়ে বিপুল শক্তি উৎপন্ন করতে পারে। এর কোনো কার্বন নিঃসরণ হয় না। চীনের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি হলো ‘টোকামাক’। এটি একটি গোলাকার যন্ত্র, যা শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে আবদ্ধ রাখতে পারে।

গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল প্লাজমাকে দীর্ঘ সময় স্থিতিশীল ও নির্দিষ্ট আকারে রাখা, যাতে উৎপাদিত শক্তি ব্যবহৃত শক্তির চেয়ে বেশি হয়। প্রচলিত নিয়ন্ত্রণ পদ্ধতি জটিল গাণিতিক মডেল ও সিমুলেশনের ওপর নির্ভরশীল, যা অনেক সময় ও ব্যয়সাপেক্ষ।

সাউথওয়েস্টার্ন ইনস্টিটিউট অব ফিজিক্স, চ্যচিয়াং বিশ্ববিদ্যালয় ও চ্যচিয়াং ল্যাবের গবেষকেরা যৌথভাবে একটি ডেটা-চালিত নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছেন। এটি চীনের ফিউশন ডিভাইস হুয়ানলিউ-৩ টোকামাকের পূর্ববর্তী পরীক্ষার ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত। এআই মডেলে ব্যবহার করা হয়েছে লং-শর্ট টার্ম মেমোরি নেটওয়ার্ক (এলএসটিএম), সেলফ-অ্যাটেনশন মেকানিজম ও স্কেজিউলড স্যাম্পলিং। ফলে প্লাজমার কারেন্ট, আকার ও গতিবিধি সময়ের সঙ্গে যথাযথভাবে পূর্বাভাস দিতে পারে এবং প্রচলিত মডেলের মতো ত্রুটি ক্রমবর্ধমান হয় না।

গবেষকরা জানিয়েছেন, এই সিস্টেম নতুন পরিস্থিতিতেও স্থিতিশীলভাবে কাজ করেছে এবং ভবিষ্যতে টেকসই ফিউশন শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এনএইচ