সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন জাহিদ জাভেদ ও নাসির হোসেন। এ দুই ওপেনার যথাক্রমে ২৭ ও ৪৬ রানে ফিরলেও রংপুরের জয় পেতে সমস্যা হয়নি।
আরও পড়ুন:
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা বিভাগ। বিপদের মুখে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক মোহাম্মদ মিঠুন, খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস।
শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরির ২৪ রানের ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় খুলনা। রংপুরের হয়ে মামুন দুটি এবং নাসুম, হাসিম, ইকবাল, এনামুল ও বাবু প্রত্যেকে একটি করে উইকেট নেন। গত বছর এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।





