পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, দু'পক্ষের পাল্টাপাল্টি হামলা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত | ছবি: সংগৃহীত
1

সীমান্তে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা। স্থানীয় সময় গতকাল (শনিবার, ১১ অক্টোবর) সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাক সেনাদের কয়েকটি চৌকিতে ভারি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান।

এক্স বার্তায় পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এ পাল্টা হামলা চালানো হয়েছে। আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা। আরও দাবি করা হয়, দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দু'টি সীমান্ত চৌকিরও দখল নিয়েছে আফগান সেনারা।

আরও পড়ুন:

এর আগে, গেল শুক্রবার রাতে কাবুল ও পাকতিকায় যে বিমান হামলা হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের প্রধান নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ইএ