নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে একাধিক মামলার আসামি ‘ব্লেড সজীব’ গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ব্লেড সজীব
র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ব্লেড সজীব | ছবি: সংগৃহীত
1

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্লেড সজীব (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। আজ (শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল অভিযানে চালিয়ে ডাকাত সজীবকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, একটি সুইচগিয়ার চাকু, একটি লেজার লাইট এবং একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।

সে সোনারগাঁয়ের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সোনারগাঁওয়ের চিলারবাগ এলাকায় এক নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ব্লেড সজীব সরাসরি নেতৃত্ব দেন।

ওইদিন রাতে মদনপুর থেকে ফেরার পথে ভুক্তভোগী নারী ও তার দেবরকে অস্ত্রের মুখে জিম্মি করে সজীব ও তার সহযোগীরা একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর নারীটিকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ঘটনার পর থেকে ব্লেড সজীব পলাতক ছিল। পরে র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে সজীবের অবস্থান শনাক্ত করা হলে মদনপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এএইচ