‘সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে’

কথা বলছেন রেজাউল মাকছুদ জাহেদী
কথা বলছেন রেজাউল মাকছুদ জাহেদী | ছবি: এখন টিভি
0

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে বলে দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ (শনিবার, ১১ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা করেন।

রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে মন্ত্রণালয়। ঢাকার দুই সিটি করপোরেশনও আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

আয়োজনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে সিটি করপোরেশনের উদ্যোগ পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সহযোগিতা করবে।’

আরও পড়ুন:

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘এ উদ্যোগের ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।’

দিনভর পরিচ্ছন্ন এ কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচালনা করবে ডিএসসিসি।

এসএস