দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময়জুড়ে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটেই ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে সেলেসাওদের এগিয়ে দেন এস্তেভাও। ক্যাসেমিরোর অ্যাসিস্টে ৪১ মিনিটে লিড দ্বিগুণ করেন রদ্রিগো। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধের প্রথম চার মিনিটেই ২ গোল করে ব্রাজিল। স্কোরার ছিলেন প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলা এস্তেভাও ও রদ্রিগো। দলের চতুর্থ গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস নিজে গোলের দেখা পান ৭৭ মিনিটে।
বাকি সময় বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পরের ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।





