ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আটক পণ্য
আটক পণ্য | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকালে উপজেলার কসবা ও মঈনপুর সীমান্ত থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এসব চোরাচালানি পণ্য জব্দ করে। বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন:

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কসবা ও মঈনপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে৷ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলে জানান তিনি।

ইএ