চারুকলায় ‘আপত্তি’ থাকায় হচ্ছে না শরৎ উৎসব

গেলো বছরের শরৎ উৎসবে এভাবেই সাজানো হয়েছিল চারুকলার গেট
গেলো বছরের শরৎ উৎসবে এভাবেই সাজানো হয়েছিল চারুকলার গেট | ছবি: সংগৃহীত
5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ বছর অনুষ্ঠিত হচ্ছে না সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘শরৎ উৎসব’। আয়োজকদের দাবি, ‘অনেকের কাছ থেকে আপত্তি এসেছে’— এ কারণ দেখিয়ে শেষ মুহূর্তে চারুকলা কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করেছে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা নিয়ম মেনে বকুলতলার জায়গা ভাড়া নিয়েছি। ২৬ হাজার টাকাও পরিশোধ করা হয়েছে। কিন্তু সন্ধ্যার পর জানানো হয়, ওখানে অনুষ্ঠান করা যাবে না। পরে আমাদের সরঞ্জামও চারুকলায় ঢুকতে দেয়া হয়নি।’

চারুকলার ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানটি নিয়ে অনেকের আপত্তি ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষ থেকেও আপত্তি এসেছে। তাই অনুষ্ঠানটি না করার অনুরোধ জানানো হয়েছে।’

চারুকলার এক শিক্ষক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মানজার চৌধুরীকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কিছু পোস্ট ছড়ানোর পর সম্ভাব্য গোলযোগের আশঙ্কা থেকেই অনুমতি বাতিলের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন:

প্রথমে চারুকলায় অনুষ্ঠান না করার সিদ্ধান্তের পর বিকল্প ভেন্যু হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলা মাঠে আয়োজনের প্রস্তুতি নেয় সংগঠনটি। কিন্তু সেখানেও ‘স্থানীয় আপত্তির মুখে’ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত হয়।

মানজার চৌধুরী বলেন, ‘আমরা ১৯ বছর ধরে শরৎ উৎসব করে আসছি। এবারের আয়োজনটি ছিল সদ্য প্রয়াত লালনসংগীতশিল্পী ফরিদা ইয়াসমিনের স্মরণে উৎসর্গ করার। অনুষ্ঠানটি না করতে পারা সত্যিই দুঃখজনক।’

অনুষ্ঠান না হলেও আয়োজক ও অংশগ্রহণকারীরা ফরিদা ইয়াসমিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান বাতিলের প্রতিবাদ জানান।

এসএইচ