ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে আফগানদের সহজ জয়

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করলেও প্রথম ওয়ানডেতে ব্যর্থ বাংলাদেশ। ব্যাট হাতে টপ অর্ডার-মিডল অর্ডার ব্যাটারদের অপরিকল্পিত ব্যাটিংয়ে ২২১ রানেই গুটিয়ে যায় মেহেদি মিরাজের দল। স্বল্প রানের পুঁজিতে বোলাররাও দেখাতে পারেনি ঝলক। ফলে আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের উদ্বোধনী ম্যাচে রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফগানরা।

টি-টোয়েন্টিতে দুর্দান্ত তবে ওয়ানডে সিরিজের শুরুতেই ছন্দপতন। যেন ফরম্যাট পরিবর্তন হওয়ার সাথে সাথেই রঙ বদল।

আবুধাবিতে প্রথম থেকেই অস্বস্তি পট স্পষ্ট ছিলো দুই উদ্বোধনী ব্যাটার তানজিদ তামিম ও অভিষিক্ত সাউফ হাসানের ব্যাটে। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে তানজিদ তামিম উইকেট উপহার দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাইকে। ১৮ রানে প্রথম উইকেট পতনের পর তামিমের পথ অনুসরণ করেন নাজমুল শান্ত। চাপের মুখেও বিলাসী শট খেলে প্রতিপক্ষকে উইকেট উপহার দেন অভিষিক্ত সাইফ।

আরও পড়ুন:

৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া টাইগারদের বিপর্যয় সামাল দেন অধিনায়ক মেহেদি মিরাজ ও তাওহীদ হৃদয়। ১০১ রানের জুটিতে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখালেও স্বপ্নভঙ্গ হয় তাওহীদ হৃদয়ের রান আউটে। ৫৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। হাফ সেঞ্চুরি পেলেও ইনিংস লম্বা করতে পারেননি ক্যাপ্টেন মিরাজ। এরপর জাকের আলী অনিক কিংবা নুরুল হাসান সোহানরা সামলাতে পারেননি মিডল অর্ডারের গুরু দায়িত্ব। শেষদিকে ব্যাট হাতে তানজিম সাকিব-তানভির ইসলাম চেষ্টা করলেও বাংলাদেশ অলআউট ২২১ রানে।

স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে ব্রেক থ্রু এনে দিতে পারেননি তাসকিন আহমেদ- হাসান মাহমুদরা। উদ্বোধনী জুটিতেই ৫২ রান তোলেন রহমানু্ল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এরপর তানভির ইসলাম ও তানজিম সাকিব দ্রুত ২ উইকেট তুলে নিয়ে সম্ভাবনা জাগান ম্যাচে ফেরার। তবে ৭৮ রানের জুটিতে আফগানদের জয়ের ভিত গড়েন গুরবাজ ও রহমত শাহ। দুজনই ফিফটি করে আউট হলেও আফগান দলপতি হাসমতউল্লাহ শাহিদি ও আজমত উল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় আফগানরা।

ইএ