জার্সির রঙ বদলেছে, বদলেছে ফরম্যাট। ছন্দে থাকা বাংলাদেশ দলের সামনে এবার ওয়ানডের চ্যালেঞ্জ। প্রতিপক্ষ আফগানিস্তান। কদিন আগেই টি-টোয়েন্টিতে একই প্রতিপক্ষকে বিদেশের মাটিতে প্রথমবার হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। তবে গেল দুই বছরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের নিম্নমুখী গ্রাফ আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের এই সিরিজে বাংলাদেশকে ভিন্ন এক চ্যালেঞ্জের সামনে ফেলেছে।
নিজেদের প্রথম দেখাতে হার এসেছিল ৩২ রানের ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে সেই থেকেই এক অদৃশ্য জুজু নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ সিরিজটাও এই আরব আমিরাতেই টাইগাররা হেরে গিয়েছিল ২-১ ব্যবধানে। হেড-টু-হেডে অবশ্য এখন পর্যন্ত বাংলাদেশই এগিয়ে। ১৯ ম্যাচে আফগানদের ৮ জয়ের বিপরীতে লাল-সবুজের প্রতিনিধিরা জিতেছে ১১ ম্যাচে।
নিজেদের প্রিয় ফরম্যাটে বর্তমান র্যাঙ্কিংয়ে তলানির দিকে বাংলাদেশ। শঙ্কা আছে পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও। দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কণ্ঠেও শোনা গেল নিজেদের উন্নতির জন্য প্রচেষ্টার কথা।
আরও পড়ুন:
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘ওয়ানডে ম্যাচগুলো অনেক লম্বা গ্যাপ দিয়ে আমরা খেলেছি। ব্যাক টু ব্যাক ম্যাচ খুব কম খেলা হয়েছে। এজন্য এ সমস্যাগুলো হয়েছে। আমরা জানি আমাদে ওডিআই ম্যাচ কত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কোয়ালিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত টপ ৮টি দল খেলবে। আমরা ওইভাবে পরিকল্পনা করছি, ওইভাবেই চেষ্টা করছি।’
সিরিজের প্রথম ম্যাচের আগে টাইগার দলপতির মুখেও শোনা গেল মিডল অর্ডারের পুরাতন সমস্যার কথা। পুরো ৫০ ওভার খেলে আসা আর রান তোলার দিকে বাড়তি নজর টাইগার অধিনায়কের।
মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি কিভাবে আমাদের ৫০ ওভার খেলতে হবে। মিডল অর্ডার যে ব্যাটসম্যানরা আছেন, টপ অর্ডার যে ব্যাটসম্যানরা আছেন, ইনিংসটাকে কিভাবে বিল্ড-আপ করতে হবে এটা নিয়ে আমরা কজা করছি। আমরা অবশ্যই আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো।’
সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলে আছে সঙ্কট। ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দেয়া হয়নি নাইম শেখের। তবে সেই অপ্রাপ্তিকে একপাশে সরিয়ে রেখেই ওয়ানডেতে জয় তুলে নিতে চান মেহেদি হাসান মিরাজ।





