একের পর এক নাটকীয়তা, স্বেচ্ছাচারিতা, সরকারি হস্তক্ষেপ, কারসাজিসহ অন্তহীন অভিযোগ। যার ফলে আলোচিত প্রার্থী তামিম ইকবালের নেতৃত্বে একযোগে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রত্যাহার করেছেন মনোনয়ন।
নানা কারণে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজনে শঙ্কা জাগে। তবে সবকিছু পেছনে ফেলে যথাসময়েই শুরু হয়েছে আলোচিত-সমালোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ।
আদালতের রায় আর যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় থাকা ১৫৬ জন কাউন্সিলর নির্বাচন করবেন তাদের পছন্দের প্রার্থীদের। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক পদপ্রার্থীরা।
আরও পড়ুন:
২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। বাকি দুইজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।
এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন পরিচালক। এছাড়া শেষ মুহূর্তে ঢাকা বিভাগের প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থীতা প্রত্যাহার করলেও, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সেটি গৃহীত হয়নি। তবে এই বিভাগ থেকেও আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত।
পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও সহ সভাপতি নির্বাচন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।





