পাল্টাপাল্টি অভিযোগ, রোমাঞ্চের পারদে প্রতিনিয়ত উত্থান-পতন এবং অনিশ্চয়তা পেছনে ফেলে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির চতুর্থ নির্বাচন। যেখানে সবশেষ সংযোজন অভিযুক্ত ১৫ ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়া।
মনোনয়ন প্রত্যাহারকারীরা সময় বাড়ানোর আবেদন করলেও তাদের জন্য নেই কোনো সুখবর। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইফতেখার মিঠু।
নির্বাচন কতটা উৎসবমুখর হবে সেই প্রশ্নটা একপাশে সরিয়ে রাখলে সরল অঙ্কে বিসিবি নির্বাচন এখন সাদামাটা আনুষ্ঠানিকতার অপেক্ষায়।
ক্যাটাগরি-১ অর্থাৎ বিভাগীয় পর্যায়ের ১০ পদের বিপরীতে আব্দুর রাজ্জাক-আসিফ আকবরসহ ৬ জন নির্বাচিত হতে যাচ্ছেন ভোটের লড়াই ছাড়াই।
আরও পড়ুন:
ঢাকা বিভাগে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। এদিকে শেষ মুহূর্তে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও কাগজে কলমে থাকবেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।
রংপুরে হবে নির্বাচন। রাজশাহী থেকে শামস মতিন-মোখলেছুর রহমানদের নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ক্যাটাগরি-২ ক্লাব পর্যায়ে ১২টি পদের নির্বাচনেই বিসিবির সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। তবে তামিম ইকবালসহ হেভিওয়েট অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারে রোমাঞ্চ কমেছে নির্বাচনের।
এ বিভাগে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদসহ শানিয়ান তানিম-ইসতিয়াক সাদিকরা পরিচালক হবেন সেটা অনেকটাই নিশ্চিত।
ক্যাটাগরি-৩ বা জেলা পর্যায়ে শুরুতে প্রার্থী ছিলেন ৩ জন। তবে সিরাজউদ্দিন আলমগীর নির্বাচন থেকে নাম প্রত্যাহার করায় চুড়ান্ত লড়াইয়ে ১ পদের বিপরীতে লড়াই করবেন দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট।





