ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দিয়েছে: রিজভী

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

ফ্যাসিস্ট সরকার যুগে যুগে দেশের শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার, ৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে! মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভার—কত গালভরা গল্প আমাদের বলা হয়েছে! কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেয়া হয়েছে। এটা ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে একদলীয় শাসন আছে, সেখানে এরকমই হয়।’

তিনি বলেন, ‘গত ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্কুলের অবকাঠামো নিম্নমানের হলে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হবে না।’

আরও পড়ুন:

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এসএইচ