হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেন, ‘বন্ধের কারণে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী ছিলো। আজ কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে দাম এখন কমে আসবে। বন্দরে পাইকারিতে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে।’
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী পলাশ বলেন, ‘পূজার ছুটির পর আজ থেকে আমদানি শুরু হয়েছে। আমরা কাঁচা মরিচ আমদানি করছি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসব কাঁচা মরিচ আমদানি হচ্ছে। ভারতেও বৃষ্টি হচ্ছে যার কারণে পর্যাপ্ত কাঁচা মরিচ আমদানি করতে পারছি না বৃষ্টি কমলে আরও আমদানি বেশি হবে তখন বাজারে দাম স্বাভাবিক হয়ে আসবে।’
আরও পড়ুন:
হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব বলেন, ‘গতকাল দেশি কাঁচা মরিচ ২৮০ টাকা বিক্রি করেছি। আজ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। তাই ২০ টাকা কমে ২৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। বিকেলে ভারতীয় কাঁচা মরিচ বাজারে আসলে দাম আরও কমে আসবে।’
কাঁচা মরিচের আমদানি-রপ্তানি নিয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘ছুটি শেষে আজ থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। কাঁচা মরিচ আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে। যেহেতু কাঁচা মরিচ পচনশীল পণ্য তাই দ্রুত ছাড়করণের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রতি টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ণ করা হচ্ছে আর প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৩৬ টাকা ৪০ পয়সা।





