কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

চলতি মাসে কাতারে হামলা চালানোয় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম বিন জাবের আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান নেতানিয়াহু।

হোয়াইট হাউস সূত্র জানায়, ইসরাইলি হামলায় কাতারের একজন নাগরিক নিহত হওয়ায় ফোনকলে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।

আরও পড়ুন:

পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এ ধরনের হামলা আর চালানো হবে না বলেও কাতারের প্রধানমন্ত্রীকে জানান তিনি।

গেলো ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় হামাসের লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালায় ইসরাইল। এতে কাতারের নাগরিক ছাড়াও নিহত হয় হামাসের পাঁচ সদস্য।

এসএইচ